Free Consultancy

Attention International Courier Service Shipper, Consignee, Courier Agents: For free Consultancy for International Courier Service in Bangladesh or worldwide Please contact Yakub JHM Phone/SMS/Whats App +8801880000016

Friday, 4 August 2017

Business Trick by Some One To Make You Fool

In business, including international courier service in Bangladesh and even in personal life, sometimes some one trick you and make you fool. If so, here is Yakubs Tips for Business Trick how to handle it?

YakubsTips.BlogSpot.Com Business Trick by Some One To Make You Fool
Business Trick by Some One To Make You Fool


Thank you Tricker to teach me the trick.

When some one does some trick with me, I thank him to teach me the trick, so in future I can use it. May be I can protect me in future from same trick or if I find it appropriate, I may use it myself.

Life and business including International Courier Service in Bangladesh, is a game and tricks are the tools in the game. Here every body try to win. Sometimes to win one need to defeat others. So if you are a victim thanks him who make you victim and try to learn from it so in future you do not be victim or make some one else victim if needed.

Recently I have learned two tricks as those were applied against me by some one.
Example Trick 1- Reacting for silly thing
A trick people use to react is a silly thing so other think twice to trick you. They think if you react so much for s small thing that what you will do for big thing.

Example Trick 2- Being Generous for Small Thing:
Another trick I learned is being very generous for small thing so people think you are so kind. However for bigger thing you will nit be that generous that will save you from big loss by making small loss in the beginning.

Tuesday, 25 July 2017

How to Remember Yakubs Tips Website Addrtess

http://yakubstips.blogspot.com
Yakubs Tips
For personal or professional improvement you need to read my tips again and again.
Incase if you forget this website address
Just go to Google
Search with Yakubs Tips
I have two blog named Yakubs Tips. One in Blogger and another in Wordpress.
This one with Blogger.

Thursday, 24 March 2016

৭টি নেগেটিভ ইমোশন যা সফলতাকে ব্যর্থতাতে পরিনত করতে পারে

যেমন পজিটিভ ইমোশন আমাদেরকে সফল হতে সাহায্য করে, তেমনি নেগেটিভ ইমোশন আমাদেরকে সফল হতে বাধাগ্রস্থ করে । 

এই ৭টি নেগেটিভ ইমোশনকে আমাদের চিনতে হবে আর ওদের থেকে দূরে থাকতে হবে, যদি সফল হতে চান ।

১। ভয়ঃ
ভয় এমন এক নেগেটিভ ইমোশন যা শুধু সফলতাকে ব্যর্থ করে না, বরং জীবনটাকেই দুর্বিসহ করে তোলে । অসফল হওয়ার ভয় মনে থাকলে কখনো সফল হওয়া যায় না ।

২। হিংসাঃ
হিংসা মারাত্নক এক নেগেটিভ ইমোশন, যা আপনার মনোবলের অসীম ক্ষমতাকে ধংশ করে দেয় ।

৩। ঘৃণাঃ
কাউকে যদি আপনি ঘৃণা করেন, তাতে তার কিছু যাবে আসবে না । কিন্তু আপনার অনেক ক্ষতি হবে । আমরা প্রকৃতির অংশ । প্রকৃতি ঘৃণা পছন্দ করে না । সে পছন্দ করে ভালবাসা । যাকে আপনি ঘৃণা করবেন প্রকৃতি তাকে ভালবাসবে আর আপনাকে করবে অবহেলা ।  

৪। প্রতিশোধঃ
কেউ আপনার ক্ষতি করলেও আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন । তাহলে আপনার ক্ষতি একবারে সীমাবদ্ধ থাকবে । প্রতিশোধ নিতে গেলে ক্ষতি আপনার আর একবার হবে ।

৫। লোভঃ
কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু । তাই লোভ থেকে দূরে থাকুন ।

৬। অতিপ্রাকৃতিকঃ
অতিপ্রাকৃতিক বিষয়ে আবেগ তো নয়ই, ধরা ছোঁয়ার মধ্যেও থাকবেন না ।

৭। রাগঃ

রাগ দমন করতে না পারলে, আপনার সফলতা তো আসবেই না, বরং আপনার স্বাস্থ্য চরম ঝুঁকির মধ্যে থাকবে ।  

ইমোশন অসাধ্য সাধন করতে পারে, সফলতা তো বটেই

মানুষ ইমোশন বা আবেগ দিয়ে অসাধ্য সাধন করতে পারে ।ইমোশন দিয়ে মানুষ যুদ্ধ জয় করতে পারে, আবার নিজের জীবন বিলিয়ে দিতে পারে । পজিটিভ ইমোশন মানুষের অনেক বড় সাফল্য আনতে পারে । আর নেগেটিভ ইমোশন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে । ইমোশনের কারনেই মানুষ আত্নহত্যা পর্য্যন্ত করতে পারে । তাই সাফল্যের জন্য আমরা যদি কাজের সাথে ইমোশন যুক্ত করতে পারি, আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না ।   
৭টি পজিটিভ ইমোশন যা আমাদের সফলতার জন্য বড়ই প্রয়োজনঃ
১। অদম্য ইচ্ছাঃ
অদম্য ইচ্ছা এমন একটি আবেগ, এটা যার থাকবে, তাকে কেউ থামিয়ে রাখতে পারবে না । সফল সে হবেই হবে ।
২। বিশ্বাসঃ
ইচ্ছার সাথে যদি বিশ্বাস যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় অদমনীয় । আপনাকে নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন, তবেই আপনি পারবেন নিশ্চিত ।  
৩। ভালবাসাঃ
ভালবাসা এমন এক আবেগ যার জন্য মানুষ যে কোন কিছু করতে পারে । কাজকে ভালবাসুন । আপনার জন্য কাজ সহজ হয়ে যাবে ।আপনার ভালবাসার মানুষ যদি আপনাকে অনুপ্রানিত করে, তখন আপনি আর পিছনে ফিরবেন না ।
৪। আধ্যাত্নিকঃ
আধ্যাত্নিক আবেগ তো আরও অনেক বেশী শক্তিশালী । আপনি যদি ধর্ম বিশ্বাস করেন, যে ধর্মেরই হউন না কেন, ধর্মীয় বিশ্বাসের ক্ষমতা, আপনার সাফল্যকে অনেক সহজ করে দিবে ।   
৫। রোমান্সঃ
রোমান্স বা প্রেম আবেগে মানুষ করতে পারে না এমন কোন কাজ নেই । আপনার রোমান্স পার্টনার যদি আপনাকে রোমান্টিকভাবে সহায়তা করে, সফলতা তো আর কোন ব্যাপারই না ।
৬। আশাঃ
আশা নিয়ে মানুষ নিরাশাকে পরাজিত করে বেঁচে থাকে । সফলতার আশা মন থেকে করুন । সফল হবেনই ।
৭। সেক্সঃ

সেক্স নিয়ে আলাপ করতে আপনি পছন্দ করুন বা না করুন, স্বামী স্ত্রীর সেক্স কেমিস্ট্রি যদি ভাল হয়, আর এরা যদি একে অপরকে অনুপ্রানিত করে, সফলতা হয় পানির মত সহজ । 

Wednesday, 23 March 2016

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়ঃ সফল হতে হলে ভয়কে জয় করতে হবে

মনে ভয় থাকলে সফলতার চিন্তাই আসবে না । ভয় শুধু নিজের নয়, আসে পাশে যারা থাকবে, তাদেরও ক্ষতি করে । একজনের ভয়, শুধু অন্য মানুষের মধ্যে নয়, এমনকি, পশু পাখীর মধ্যেও ট্রান্সমিট হয় । কুকুর, ঘোড়া, সহজেই অন্যদের ভয় বুঝতে পারে । মনিব ভয় পেলে, ওরাও ভয় পায় । আবার মনিব ছাড়া অন্য কেউ ভয় পেলে, ওদেরকে সম্ভাব্য শত্রু মনে করে, আক্রমন করে । মৌমাছিরা সহজে অন্যদের ভয় বুঝতে পারে । তাই তাকেই সে কামড়ায়, যে ভয় পায় ।
 মানুষ সাধারনত ভয় পায় নিম্নলিখিত ৭টি কারনে ।

 ১। অসফলতার ভয়ঃ 

অসফলতার ভয়ে অনেকে সফলতার চেষ্টাই করে না । ব্যবসায় সফল হতে পারবে কিনা এই ভয় নিয়ে ব্যবসা করলে সফল না হওয়ার সম্ভাবনাই বেশী ।

 ২। সমালোচনার ভয়ঃ 

সমালোচনার ভয়ে অনেক সময় আমরা অনেক ভাল কিছু করতে পারি না । যে যত বেশী সফল তাকে নিয়ে তত বেশী সমালোচনা হবে ।

 ৩। দারিদ্রতার ভয়ঃ 

দারিদ্রতার ভয় মানুষের সহজাত । তাই সে টাকার জন্য সব কিছু করতে চায় । পশুদের বুদ্ধিমত্তা কম । তাই এক পশু আর এক পশুর মাংস খায় । মানুষের বুদ্ধিমত্তা বেশী । তাই সুযোগ পেলেই এক মানুষ আর এক মানুষের টাকা বা ধন সম্পদ খেতে চায় ।

 ৪। বৃদ্ধ বয়সের ভয়ঃ 

বয়স বাড়লে অনিশ্চয়তার ভয় পায় মানুষ । আসে ব্যাপার কিন্তু উল্টা । বেশীর ভাগ সফলতা আসে বয়স বাড়লে ।

 ৫। অসুস্থতার ভয়ঃ 

অসুস্থতার ভয় থেকেই অসুখ হয় বেশীর ভাগ ক্ষেত্রে । বিভিন্ন ভাইরাসের খবর যখন পত্র পত্রিকায় ছাপানো হয় তখন ভয় থেকেই আরও বেশী মানুষ ভাইরাসে আক্রান্ত হয় ।

৬। ভালবাসা হারানোর ভয়ঃ 

বেশীর ভাগ লোক এই ভয় পায় । প্রাচীনকালে এক পুরুষ অন্য পুরুষের স্ত্রীকে লুঠ করে নিয়ে যেত । এখন এক পুরুষ অন্য পুরুষের স্ত্রীকে গাড়ী বাড়ীর লোভ দেখিয়ে নিয়ে যায় ।

৭। মৃত্যুর ভয়ঃ 

এই ভয় প্রাচীনকাল থেকেই । ভাল কাজ করলে এই ভয় আর থাকবে না ।