মানুষ ইমোশন বা আবেগ দিয়ে
অসাধ্য সাধন করতে পারে ।ইমোশন দিয়ে মানুষ যুদ্ধ জয় করতে পারে, আবার নিজের জীবন
বিলিয়ে দিতে পারে । পজিটিভ ইমোশন মানুষের অনেক বড় সাফল্য আনতে পারে । আর নেগেটিভ
ইমোশন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে । ইমোশনের কারনেই মানুষ আত্নহত্যা পর্য্যন্ত
করতে পারে । তাই সাফল্যের জন্য আমরা যদি কাজের সাথে ইমোশন যুক্ত করতে পারি, আমাদের
আর পিছন ফিরে তাকাতে হবে না ।
৭টি পজিটিভ ইমোশন যা
আমাদের সফলতার জন্য বড়ই প্রয়োজনঃ
১। অদম্য ইচ্ছাঃ
অদম্য ইচ্ছা এমন একটি
আবেগ, এটা যার থাকবে, তাকে কেউ থামিয়ে রাখতে পারবে না । সফল সে হবেই হবে ।
২। বিশ্বাসঃ
ইচ্ছার সাথে যদি বিশ্বাস
যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় অদমনীয় । আপনাকে নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে আপনি
পারবেন, তবেই আপনি পারবেন নিশ্চিত ।
৩। ভালবাসাঃ
ভালবাসা এমন এক আবেগ যার
জন্য মানুষ যে কোন কিছু করতে পারে । কাজকে ভালবাসুন । আপনার জন্য কাজ সহজ হয়ে যাবে
।আপনার ভালবাসার মানুষ যদি আপনাকে অনুপ্রানিত করে, তখন আপনি আর পিছনে ফিরবেন না ।
৪। আধ্যাত্নিকঃ
আধ্যাত্নিক আবেগ তো আরও
অনেক বেশী শক্তিশালী । আপনি যদি ধর্ম বিশ্বাস করেন, যে ধর্মেরই হউন না কেন, ধর্মীয়
বিশ্বাসের ক্ষমতা, আপনার সাফল্যকে অনেক সহজ করে দিবে ।
৫। রোমান্সঃ
রোমান্স বা প্রেম আবেগে
মানুষ করতে পারে না এমন কোন কাজ নেই । আপনার রোমান্স পার্টনার যদি আপনাকে
রোমান্টিকভাবে সহায়তা করে, সফলতা তো আর কোন ব্যাপারই না ।
৬। আশাঃ
আশা নিয়ে মানুষ নিরাশাকে
পরাজিত করে বেঁচে থাকে । সফলতার আশা মন থেকে করুন । সফল হবেনই ।
৭। সেক্সঃ
সেক্স নিয়ে আলাপ করতে
আপনি পছন্দ করুন বা না করুন, স্বামী স্ত্রীর সেক্স কেমিস্ট্রি যদি ভাল হয়, আর এরা
যদি একে অপরকে অনুপ্রানিত করে, সফলতা হয় পানির মত সহজ ।
No comments:
Post a Comment