Free Consultancy

Attention International Courier Service Shipper, Consignee, Courier Agents: For free Consultancy for International Courier Service in Bangladesh or worldwide Please contact Yakub JHM Phone/SMS/Whats App +8801880000016

Thursday 24 March 2016

৭টি নেগেটিভ ইমোশন যা সফলতাকে ব্যর্থতাতে পরিনত করতে পারে

যেমন পজিটিভ ইমোশন আমাদেরকে সফল হতে সাহায্য করে, তেমনি নেগেটিভ ইমোশন আমাদেরকে সফল হতে বাধাগ্রস্থ করে । 

এই ৭টি নেগেটিভ ইমোশনকে আমাদের চিনতে হবে আর ওদের থেকে দূরে থাকতে হবে, যদি সফল হতে চান ।

১। ভয়ঃ
ভয় এমন এক নেগেটিভ ইমোশন যা শুধু সফলতাকে ব্যর্থ করে না, বরং জীবনটাকেই দুর্বিসহ করে তোলে । অসফল হওয়ার ভয় মনে থাকলে কখনো সফল হওয়া যায় না ।

২। হিংসাঃ
হিংসা মারাত্নক এক নেগেটিভ ইমোশন, যা আপনার মনোবলের অসীম ক্ষমতাকে ধংশ করে দেয় ।

৩। ঘৃণাঃ
কাউকে যদি আপনি ঘৃণা করেন, তাতে তার কিছু যাবে আসবে না । কিন্তু আপনার অনেক ক্ষতি হবে । আমরা প্রকৃতির অংশ । প্রকৃতি ঘৃণা পছন্দ করে না । সে পছন্দ করে ভালবাসা । যাকে আপনি ঘৃণা করবেন প্রকৃতি তাকে ভালবাসবে আর আপনাকে করবে অবহেলা ।  

৪। প্রতিশোধঃ
কেউ আপনার ক্ষতি করলেও আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন । তাহলে আপনার ক্ষতি একবারে সীমাবদ্ধ থাকবে । প্রতিশোধ নিতে গেলে ক্ষতি আপনার আর একবার হবে ।

৫। লোভঃ
কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু । তাই লোভ থেকে দূরে থাকুন ।

৬। অতিপ্রাকৃতিকঃ
অতিপ্রাকৃতিক বিষয়ে আবেগ তো নয়ই, ধরা ছোঁয়ার মধ্যেও থাকবেন না ।

৭। রাগঃ

রাগ দমন করতে না পারলে, আপনার সফলতা তো আসবেই না, বরং আপনার স্বাস্থ্য চরম ঝুঁকির মধ্যে থাকবে ।  

No comments:

Post a Comment