Free Consultancy

Attention International Courier Service Shipper, Consignee, Courier Agents: For free Consultancy for International Courier Service in Bangladesh or worldwide Please contact Yakub JHM Phone/SMS/Whats App +8801880000016

Thursday, 24 March 2016

৭টি নেগেটিভ ইমোশন যা সফলতাকে ব্যর্থতাতে পরিনত করতে পারে

যেমন পজিটিভ ইমোশন আমাদেরকে সফল হতে সাহায্য করে, তেমনি নেগেটিভ ইমোশন আমাদেরকে সফল হতে বাধাগ্রস্থ করে । 

এই ৭টি নেগেটিভ ইমোশনকে আমাদের চিনতে হবে আর ওদের থেকে দূরে থাকতে হবে, যদি সফল হতে চান ।

১। ভয়ঃ
ভয় এমন এক নেগেটিভ ইমোশন যা শুধু সফলতাকে ব্যর্থ করে না, বরং জীবনটাকেই দুর্বিসহ করে তোলে । অসফল হওয়ার ভয় মনে থাকলে কখনো সফল হওয়া যায় না ।

২। হিংসাঃ
হিংসা মারাত্নক এক নেগেটিভ ইমোশন, যা আপনার মনোবলের অসীম ক্ষমতাকে ধংশ করে দেয় ।

৩। ঘৃণাঃ
কাউকে যদি আপনি ঘৃণা করেন, তাতে তার কিছু যাবে আসবে না । কিন্তু আপনার অনেক ক্ষতি হবে । আমরা প্রকৃতির অংশ । প্রকৃতি ঘৃণা পছন্দ করে না । সে পছন্দ করে ভালবাসা । যাকে আপনি ঘৃণা করবেন প্রকৃতি তাকে ভালবাসবে আর আপনাকে করবে অবহেলা ।  

৪। প্রতিশোধঃ
কেউ আপনার ক্ষতি করলেও আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন । তাহলে আপনার ক্ষতি একবারে সীমাবদ্ধ থাকবে । প্রতিশোধ নিতে গেলে ক্ষতি আপনার আর একবার হবে ।

৫। লোভঃ
কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু । তাই লোভ থেকে দূরে থাকুন ।

৬। অতিপ্রাকৃতিকঃ
অতিপ্রাকৃতিক বিষয়ে আবেগ তো নয়ই, ধরা ছোঁয়ার মধ্যেও থাকবেন না ।

৭। রাগঃ

রাগ দমন করতে না পারলে, আপনার সফলতা তো আসবেই না, বরং আপনার স্বাস্থ্য চরম ঝুঁকির মধ্যে থাকবে ।  

ইমোশন অসাধ্য সাধন করতে পারে, সফলতা তো বটেই

মানুষ ইমোশন বা আবেগ দিয়ে অসাধ্য সাধন করতে পারে ।ইমোশন দিয়ে মানুষ যুদ্ধ জয় করতে পারে, আবার নিজের জীবন বিলিয়ে দিতে পারে । পজিটিভ ইমোশন মানুষের অনেক বড় সাফল্য আনতে পারে । আর নেগেটিভ ইমোশন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে । ইমোশনের কারনেই মানুষ আত্নহত্যা পর্য্যন্ত করতে পারে । তাই সাফল্যের জন্য আমরা যদি কাজের সাথে ইমোশন যুক্ত করতে পারি, আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না ।   
৭টি পজিটিভ ইমোশন যা আমাদের সফলতার জন্য বড়ই প্রয়োজনঃ
১। অদম্য ইচ্ছাঃ
অদম্য ইচ্ছা এমন একটি আবেগ, এটা যার থাকবে, তাকে কেউ থামিয়ে রাখতে পারবে না । সফল সে হবেই হবে ।
২। বিশ্বাসঃ
ইচ্ছার সাথে যদি বিশ্বাস যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় অদমনীয় । আপনাকে নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন, তবেই আপনি পারবেন নিশ্চিত ।  
৩। ভালবাসাঃ
ভালবাসা এমন এক আবেগ যার জন্য মানুষ যে কোন কিছু করতে পারে । কাজকে ভালবাসুন । আপনার জন্য কাজ সহজ হয়ে যাবে ।আপনার ভালবাসার মানুষ যদি আপনাকে অনুপ্রানিত করে, তখন আপনি আর পিছনে ফিরবেন না ।
৪। আধ্যাত্নিকঃ
আধ্যাত্নিক আবেগ তো আরও অনেক বেশী শক্তিশালী । আপনি যদি ধর্ম বিশ্বাস করেন, যে ধর্মেরই হউন না কেন, ধর্মীয় বিশ্বাসের ক্ষমতা, আপনার সাফল্যকে অনেক সহজ করে দিবে ।   
৫। রোমান্সঃ
রোমান্স বা প্রেম আবেগে মানুষ করতে পারে না এমন কোন কাজ নেই । আপনার রোমান্স পার্টনার যদি আপনাকে রোমান্টিকভাবে সহায়তা করে, সফলতা তো আর কোন ব্যাপারই না ।
৬। আশাঃ
আশা নিয়ে মানুষ নিরাশাকে পরাজিত করে বেঁচে থাকে । সফলতার আশা মন থেকে করুন । সফল হবেনই ।
৭। সেক্সঃ

সেক্স নিয়ে আলাপ করতে আপনি পছন্দ করুন বা না করুন, স্বামী স্ত্রীর সেক্স কেমিস্ট্রি যদি ভাল হয়, আর এরা যদি একে অপরকে অনুপ্রানিত করে, সফলতা হয় পানির মত সহজ । 

Wednesday, 23 March 2016

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়ঃ সফল হতে হলে ভয়কে জয় করতে হবে

মনে ভয় থাকলে সফলতার চিন্তাই আসবে না । ভয় শুধু নিজের নয়, আসে পাশে যারা থাকবে, তাদেরও ক্ষতি করে । একজনের ভয়, শুধু অন্য মানুষের মধ্যে নয়, এমনকি, পশু পাখীর মধ্যেও ট্রান্সমিট হয় । কুকুর, ঘোড়া, সহজেই অন্যদের ভয় বুঝতে পারে । মনিব ভয় পেলে, ওরাও ভয় পায় । আবার মনিব ছাড়া অন্য কেউ ভয় পেলে, ওদেরকে সম্ভাব্য শত্রু মনে করে, আক্রমন করে । মৌমাছিরা সহজে অন্যদের ভয় বুঝতে পারে । তাই তাকেই সে কামড়ায়, যে ভয় পায় ।
 মানুষ সাধারনত ভয় পায় নিম্নলিখিত ৭টি কারনে ।

 ১। অসফলতার ভয়ঃ 

অসফলতার ভয়ে অনেকে সফলতার চেষ্টাই করে না । ব্যবসায় সফল হতে পারবে কিনা এই ভয় নিয়ে ব্যবসা করলে সফল না হওয়ার সম্ভাবনাই বেশী ।

 ২। সমালোচনার ভয়ঃ 

সমালোচনার ভয়ে অনেক সময় আমরা অনেক ভাল কিছু করতে পারি না । যে যত বেশী সফল তাকে নিয়ে তত বেশী সমালোচনা হবে ।

 ৩। দারিদ্রতার ভয়ঃ 

দারিদ্রতার ভয় মানুষের সহজাত । তাই সে টাকার জন্য সব কিছু করতে চায় । পশুদের বুদ্ধিমত্তা কম । তাই এক পশু আর এক পশুর মাংস খায় । মানুষের বুদ্ধিমত্তা বেশী । তাই সুযোগ পেলেই এক মানুষ আর এক মানুষের টাকা বা ধন সম্পদ খেতে চায় ।

 ৪। বৃদ্ধ বয়সের ভয়ঃ 

বয়স বাড়লে অনিশ্চয়তার ভয় পায় মানুষ । আসে ব্যাপার কিন্তু উল্টা । বেশীর ভাগ সফলতা আসে বয়স বাড়লে ।

 ৫। অসুস্থতার ভয়ঃ 

অসুস্থতার ভয় থেকেই অসুখ হয় বেশীর ভাগ ক্ষেত্রে । বিভিন্ন ভাইরাসের খবর যখন পত্র পত্রিকায় ছাপানো হয় তখন ভয় থেকেই আরও বেশী মানুষ ভাইরাসে আক্রান্ত হয় ।

৬। ভালবাসা হারানোর ভয়ঃ 

বেশীর ভাগ লোক এই ভয় পায় । প্রাচীনকালে এক পুরুষ অন্য পুরুষের স্ত্রীকে লুঠ করে নিয়ে যেত । এখন এক পুরুষ অন্য পুরুষের স্ত্রীকে গাড়ী বাড়ীর লোভ দেখিয়ে নিয়ে যায় ।

৭। মৃত্যুর ভয়ঃ 

এই ভয় প্রাচীনকাল থেকেই । ভাল কাজ করলে এই ভয় আর থাকবে না ।